![ইজারা হওয়া বাজার ক্ষমতার দাপটে দখলে চেয়ারম্যান বোরহান উদ্দিন](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/Web_Photo_Editor-7.jpg)
ক্ষমতার দাপটে দখলে চেয়ারম্যান বোরহান উদ্দিন: ছবি কলমকথা
ক্ষমতার দাপটে দখলে চেয়ারম্যান বোরহান উদ্দিন: ছবি কলমকথা
মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজার টেন্ডারের মাধ্যমে ইজারা হওয়া বাজার ক্ষমতার দাপটে দখলে নিলেন দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন।
ইজারাদার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের মোঃ ফজলে সিকদারের ছেলে মোঃ কচি সিকদার সাংবাদিদের বলেন গত ২৭/ মার্চ লিখত ভাবে লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তিক ইজারা প্রাপ্ত হই,আমি চালানের মাধ্যমে ২ লক্ষ ৩৫ হাজার টাকা সরকারি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি খাতে ভ্যাটসহ জমা করি, উক্ত বাজারটি পহেলা বৈশাখ হতে ১ বছরের জন্য আমাকে ইজারা প্রদান করে উপজেলা পরিষদ।
কিন্তু অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন আমার সাথে না করে ক্ষমতার দাপট দেখিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে ঢেরা পিটিয়ে বাজার ইজারা মুক্ত ঘোষণা করেন। এসময় কচি সিকদার আরও বলেন চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকারি নিয়মনিতি কে উপেক্ষা করে কি ভাবে আমার ইজারা পাওয়া বাজার ইজারা মুক্ত করলেন।
এবিষয়ে আমি মাননীয় সাংসদ মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় এর হস্তক্ষেপ কামনা করছি। এবং লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা কে মৌখিকভাবে অবগত করেছি।
এবিষয়ে দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন কচি ডাকে পেয়েছে ঠিক আছে আমি কচির সাথে কথা বলেছি কিন্তু আমি আমার নিজের টাকা কচি কে দিয়েছি সেই প্রমাণ আমার কাজে আছে।
এবং বিভিন্ন লোকের মাধ্যমে টাকা গুলো দিয়েছি। এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আজগার বলেন বিষয়টি আমি শুনেছি, দুই পক্ষ কে ডেকে অতিসত্বর এর আইন মাফিক ব্যবস্থা নিব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।