১৬ ডিসেম্বর বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সেক্টর সদর দপ্তর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ৩০০ জন গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রায় ১০০০ জন গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এবং অন্যান্য সকল অফিসার উপস্থিত ছিলেন। এছাড়াও সীমান্তে গরীব দুঃস্থ জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে প্রতি মাসে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয় ।

উল্লেখ্য যে, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকায় গরীর ও দুঃস্থ জনসাধারনের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে মেডিক্যাল ক্যাম্পেইন অব্যাহত থাকবে। মহান বিজয় দিবসের প্রত্যয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এ ধরনের কার্যক্রমের ধারা ভবিষৎতেও চলমান থাকবে।