সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের ছাত্র সমাজ পাইকগাছায় বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা সম্মিলিতভাবে কাজ করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে ছাত্রসমাজ শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, সমাজের দায়িত্ব পালনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এরই ধারাবাহিকতায় আজ পাইকগাছায় বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে খাবার রান্না করে বিতরণ করে “কেশবপুর এর ছাত্র সমাজ” এই ছাত্ররাই গত ২৯-৮-২০২৪ বৃহস্পতিবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছিল।
এই কাজের মাধ্যমে তারা শুধু খাদ্য সামগ্রী বিতরণ করেনি, বরং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। ছাত্র সমাজের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্যদেরকেও অনুপ্রাণিত করবে।
এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রম, যা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।