বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : রোববার যশোরের বাঘারপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রমজীবি মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল ফারাজী।
একইদিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এদিন প্রথমে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ উপজেলা সদরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেন বিপুল ফারাজী।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, ছাত্রলীগ নেতা লিটন হাসান, সাদ খান হিমেল, আব্দুল মান্নান, হাসিব হোসেন, আম্মান আবির, রিয়াদ হোসেন প্রমুখ।
পরে উপজেলা সদরের দোহাকুলা স্কুল মাঠে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। এসময় উল্লেখিত নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ আলম, যশোর জেলা সভাপতি সাহিদ হাসান শামীম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা সভাপতি কেএম তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম দস্তগীরসহ বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।