বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে শঙ্কায় থাকা এক গরীব মেধাবী শিক্ষার্থীর শিক্ষা জীবনের সারথি হলেন যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। তিনি উচ্চ শিক্ষায় সর্বোতভাবে তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার দুপুরে মেধাবী কিশোর দেবনাথের বাড়িতে যেয়ে মেডিকেলে ভর্তি হওয়াসহ সকল খরচ বহনের কথা জানান তিনি। এ সময় কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন বিপুল ফারাজী।

মেধাবীএ শিক্ষার্থী এইসএসসি-২০২১ পরীক্ষায় যশোর সরকারি মাইকেল মধূসুদন কলেজ (এমএম কলেজ) থেকে বিজ্ঞান বিভাগ হতে ‘গোল্ডেন ‘এ’ প্লাস পায়। শুধু এইচএসসি নয় সে এর আগে পিইসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছিল। কৃতিত্বের সাথে সকল ধাপে ভালো ফলাফল অর্জন করলেও তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলে নজরে আসে তরুণ এই আওয়ামীলীগ নেতার।

শনিবার দুপুরে রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে এ শিক্ষার্তীর বাড়িতে ছুটে যান তিনি। শিক্ষার্থীসহ তার পরিবারের সাথে স্বাক্ষাৎ শেষে কিশোরের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মেধাবী এ শিক্ষার্থী দেবনাথ জানায়, ‘বিপুল চাচা আমার পড়াশুনার খরচ বহনের আশ্বাস দিয়েছেন। এতে চিন্তামুক্ত হয়েছি। মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছি। আশাকরি ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারব। ‘বিপুল ফারাজী জানিয়েছেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরে কিশোরের পাশে থাকার কথা বলেছি। কিশোর একজন মেধাবী শিক্ষার্থী। সে দরিদ্র ঘরের সন্তান। কিশোরের স্বপ্ন পূরণে পাশে থাকতে চাই।’