মণিরামপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপনে যশোর জেলার মণিরামপুর উপজেলায় পূজামণ্ডপে আলোকসজ্জা ও আনুষাঙ্গিক সাজসজ্জা বিবেচনায় শ্রেষ্ঠ পূজামণ্ডপ নির্বাচিত হয়েছে মোহনপুর সার্বজনীন দুর্গা পূজা মন্দির।
সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ‘অমিত্রাক্ষর’ সভা কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শ্রেষ্ঠ পূজামণ্ডপসমূহকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম।
এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মণিরামপুর উপজেলায় পূজামণ্ডপে আলোকসজ্জা ও আনুষাঙ্গিক সাজসজ্জা বিবেচনায় শ্রেষ্ঠ পূজামণ্ডপ হিসেবে জেলা প্রশাসকের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মোহনপুর সার্বজনীন দুর্গা পূজা মন্দিরের সভাপতি দেবাশীষ সরকার বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত ঘোষ টপি।
উল্লেখ্য, মণিরামপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডের মোহনপুরে অবস্থিত মোহনপুর সার্বজনীন দুর্গা পূজামণ্ডপটি দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যের ধারাবাহিকতায় পালন করে আসছে শারদীয় দুর্গোৎসব। জাকজমক আয়োজন সহ সনাতনী রীতিনীতি পালনে পূজো এলেই মণ্ডপটি নজর কাড়ে সবার।