ঝিনাইদহ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান,ঝিনাইদহ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, পুরুষ কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জনসহ মোট ৮৭ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী তাদের প্রতীক গ্রহন করেছেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।শুক্রবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নৌকার প্রতীক পেয়েছেন,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি আব্দুল খালেক।স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক পেয়েছেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক পেয়েছেন,মিজানুর রহমান মাসুম,ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, হাতপাখার মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল।

জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান,সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা,পাগলাকানাই ও সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন,

ঝিনাইদহ সদর ফাড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান। উল্লেখ্য ঝিনাইদহ পৌরসভায় ৮২ হাজার ৬৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার রয়েছে ৪২ হাজার ২৪৯ জন।এবারের এ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।