শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়রপদে জাকের পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। একইসঙ্গে ৩ জন মেয়র প্রার্থীর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

৪ জন মেয়র প্রার্থীর মধ্যে এসএম মুশফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ ভোটারের সমর্থনকারীদের সমর্থনে তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আর আয়কর রিটার্ন দাখিল, রশিদ ও প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় জাকের পার্টির মেয়রপদে এসএম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে মেয়র পদে বৈধ তিন প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু।

এর আগে গত ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থীসহ মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।