মনির খান স্টাফ রিপোর্টার:নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিয়রবর হাট ও বাজার। এই হাট বাজারে দূর-দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য হাজার হাজার মানুষের সমাগম ছিল।

মধুমতি নদীর গর্ভে সেই হাট-বাজার অনেক বার ই বিলীন হয়ে গিয়েছে। এমন করে অনেক মানুষ তাদের শেষ সম্বল বাড়ী ঘর পর্যন্ত হারিয়ে পথে বসেছে।কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক বড় বড় অফিস-আদালতে
দরনা ধরতে ধরতে নদী বাঁধের কাজ শুরু হয়েছে কিন্তু ৩ বছর শেষ হলেও নদী বাঁধের কাজ কোন প্রকার অগ্রগতি নেই। দিনদিন নদী ভাঙ্গনে মানুষ দিশেহারা হয়ে পড়তেছে ।

এলাকা বাসীর দাবি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে দ্রুত কাজ শেষ করার জন্য । যাতে করে স্কুল-মাদ্রাসা, বাড়ি ঘর, ও শিয়ারবর বাজার নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়। এলাকার মানুষ বলেন আমাদের যা কিছু আছে তা আর হারাতে চাইনা। সরকারের কাছে বিনীত ভাবে অনুরোধ কোরছি আমাদের ও আমাদের স্কুল-মাদ্রাসা বাজার বাড়ি ঘর রক্ষা করার স্বার্থে দ্রুত কাজ করুন।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন

সৈয়দ আশরাফ আলী প্রতিষ্ঠাতা ও সভাপতি শিয়েরবর আজিজ আশরাফ মাধ্যমিক বিদ্যালয়।
*আনিসুর রহমান ধলু সাবেক মেম্বার শ্যামনগর ইউনিয়ন সদস্য। হাবিবুর রহমান, বাকি বিল্লাহ, আবুল হাসান মোল্লা, মাওলানা মোঃ আবু তালেব, কালু শেখ, মেহেদী হাসান, অমল রায়, প্রমুখ।

উক্ত মানববন্ধনে স্থানীয় জনগণ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। এবং সরকারের কাছে জোর দাবি জানান নদী ভাঙ্গনের কবল থেকে যাহাতে তারা রক্ষা পায়।