কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৭ তম প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। কাঙালকে শিশু, কিশোর, শিক্ষার্থী, শিক্ষকসহ সকল শ্রেণির মানুষের কাছে পৌছানোর লক্ষে তিনি কিশোর জীবনী গ্রন্থ ‘কাঙাল হরিনাথ মজুমদার’ নামের বইটি বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে তিনি বইটি তুলে দেন। বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত বইটি লিখেছেন কুমারখালীর লেখক মো. সোহেল আমীন বাবু। এবিষয়ে ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, গ্রামীন সাংবাদিকতার জনক সাংবাদিক কাঙাল হরিনাথের আদর্শ, সাহসিকতা, লেখুনী উদ্দেশ্য বর্তমান ও নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এবং সকলের মাঝে কাঙাল বাঁচিয়ে রাখতে সোহেল আমীন বাবু’র লেখা বইটি শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া হবে।

উল্লেখ্য যে, ১৮৯৬ সালের আজকের এই দিনে তিনি দেহ ত্যাগ করেন। তিনি ছিলেন একাধারে গ্রামীন সাংবাদিকতার জনক, সমাজ সংস্কারক, নারী শিক্ষার পথিকৃৎ, বাউল, সাধক ও সাহিত্যিক। তিনি ১৮৩৩ সালের ২০ জুলাই তৎকালীন নদীয়া জেলা কুষ্টিয়ার কুমারখালীর কুন্ডুপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হরচন্দ্র মজুমদার। তিনি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রামবার্তা প্রকাশিকা নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।

হিমেল/মি