মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (১২ফেব্রুয়ারী) মাগুরার গণমানুষের নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,বর্তমান মাগুরা পৌরসভার মেয়র জনাব খুরশীদ হায়দার টুটুল এর পিতা মরহুম আলতাফ হোসেনের
৯ম মৃত্যুবার্ষিকী। এ দিনে মাগুরার সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
মহান এই নেতার মৃত্যুবার্ষিকীতে মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য, এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার মহোদয়, জেলা আওয়ামী লীগ,জেলা পরিষদ, মাগুরা পৌরসভার মেয়র,মাগুরার চার উপজেলা আওয়ামী লীগ,আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ সাহেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু এর সঞ্চালনায় আলোচনা সভা করা হয়। আলোচনা সভার শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়ার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।