স্টাফ রিপোর্টারঃ নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির ভোটে এনামুল – শহীদ মোল্যার নেতৃত্বাধীন প্যানেল সকল পদে বিজয়ী হয়েছে।
শনিবার (১৯ মার্চ-২০২২) অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবক(সাধারণ) পদে (চারটি পদে) তিন প্যানেলে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এনামূল – শহীদ মোল্যার নেতৃত্বাধীন প্যানেল সকল পদে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন মাসুম বিল্লাহ, মোঃ শাবুদ্দিন মোল্যা, মোঃ জিল্লুর রহমান ও মোঃ শামীম বিশ্বাস। এদের মধ্যে সর্বোচ্চ ভোট (২০৮ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শাবুদ্দিন মোল্যা।
সংরক্ষিত মহিলা সদস্য পদে একই প্যানেল হতে বিজয়ী হয়েছেন লতিফা বেগম। এছাড়া তিনজন শিক্ষক প্রতিনিধি (সদস্য) ও একজন দাতা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন নড়াইল সদর উপজেলার সমাজ সেবা অফিসার ও সংশ্লিষ্ট অফিস টিম।
সর্বোচ্চ নিরাপত্তায় অনুষ্ঠিত এ ভোটে বিজয়ী প্রার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।