নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার মনিটরিং করলেন লোহাগড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আলী আজগর।

বৃহস্পতিবার ২১/ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লোহাগড়া বাজারের দোকানে দোকানে ঘুরে দোকান মালিকদের বাজারের দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখার জন্য, এবং কোনো দ্রব্য মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য আদেশ দেন।

পাশাপাশি তিনি কাপড় ও গার্মেন্টসের দোকানে গিয়ে দোকান মালিকদের অতিরিক্ত মূল্য না দেওয়ার জন্য নির্দেশনা দেন। সেই সাথে কোন ক্রেতা হয়রানির শিকার হলে প্রশাসনের নিকট অভিযোগ করতে বলেছেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন লোহাগড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মোল্ল্যা,সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু,মোঃ আজিজুর বিশ্বাস সহ প্রমুখ।