মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় ডিস লাইন ব্যবসা নিয়ে দুইপক্ষের মধ্যে চলছে চরম উত্তেজনা। লোহাগড়ায় সহিংসতা চায় না এমন কিছু গুণী মানুষের বক্তব্যে তারা বলেন ডিস লাইন ব্যবসা নিয়ে যা চলছে তাতে মনে হয় যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।
তাই বিষয়টি প্রশাসনের নজরে এনে এর সুষ্ঠু সমাধান করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর দাবি জানান।
ডিস লাইন ব্যবসা নিয়ে লোহাগড়ায় শান্তি শৃঙ্খলার অবনতি হোক এটা শুধী সমাজের মানুষ চায়না। তাই প্রশাসন চাইলে বিষয়টি আমলে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দুই পক্ষকে নিয়ে এর একটি সুস্থ সমাধান করে দিতে পারেন বলে মন্তব্য করেন।
একজন বীর মুক্তিযোদ্ধা তাহার বক্তব্যে তিনি বলেন জেলা প্রশাসক ও এসপি মহোদয় বিষয়টি ছোট করে না দেখে, লোহাগড়া থানা ওসি সাহেবের মাধ্যমে দুই পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।