নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯ মাসের এক গর্ভবতী নারী সহ আরও দুই নারী ও এক স্ট্রোকের রোগীকে মারপিট এর অভিযোগ পাওয়া গেছে।

সরজমিন ঘুরে ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার ৪মে সন্ধ্যা ৬ টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত দুলাল শেখ এর ছেলে আশরাফ শেখ এর একটা অসুস্থ ছাগল পাশের বাড়ির মোস্ত শেখ এর ছেলে মোঃ সূর্য শেখ এর বাগানের মধ্যে যায় তখন ওই ছাগল বাগানে দেখতে পেয়ে জমির মালিক সূর্য অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে

তখন আশরাফ শেখ এর স্ত্রী রিজিয়া চেচামেচি সুনে ছাগল আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সূর্য, এসময় সেখানে আশরাফ গেলে তাকে ও সূর্য দেখাচ্ছে বলে চলে যায়,

এর কিছু সময় পরে ওই ওয়ার্ডের সাবেক মেম্বার মোসলেম, ও হবিবার রহমান এর ছেলে বাবুল,মশিয়ার,জমির সোহাগ,সহ অজ্ঞাত আরও ২০/২৫ জন মিলে আশরাফ এর বাড়ির মধ্যে ঢুকে কোনো কিছু না বলেই মারধর শুরু করে এরপরে আশরাফ কে মারতে দেখে তার স্ত্রী রাজিয়া বেগম ও বোন চায়না বেগম এবং বড় বোন সালেহা বেগম মিলে ঠেকাতে গেলে তাদের ও মারধর করা হয়েছে।

এসময় আশরাফ এর স্ত্রী রিজিয়া বেগম ৯ মাসের গর্ভবতীর শরিলের বিভিন্ন যায়গাই আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে আশরাফ এর দুই বোন চায়না ও সালেহা বেগম এর সাথে কথা হলে তারা বলেন আমার ভাই দুইবার স্ট্রোক এর রোগী তাকে মারতে দেখে আমরা ঠেকাতে গেলে তারা আমাদের ও লাঠি দিয়ে মারতে থাকে ও কিল ঘুসি মারে শরিলের বিভিন্ন যায়গাই সে আমরা নারী হয়ে আপনাদের দেখাতে পারবো না,

এবিষয়ে গর্ভবতী রাজিয়া বেগম বলেন আমাদের ছাগল টা সূর্যদের যাইগায় যাওয়ার কারণে তারা আমাদের গালিগালাজ করে এক পর্যায়ে তার সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা এসে আমার স্বামী কে মারধর করে আমরা ঠেকাতে গেলে আমাদের ও মারধর করে।

এবিষয়ে সূর্যদের বাড়িতে গিয়ে কথা বলার জন্য গেলে তাকে পাওয়া যায় নাই তখন তার মা বলেন আশরাফ এর ছাগল আমাদের গাছ গাছালি খায়, আমরা ছাগল বানতে বললে তারা বলে খওয়াড়ে দিতে তাই নিয়ে একটু ঝামেলা হয়েছে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায় নাই।