নড়াইল জেলার লোহাগড়া বাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রির নিউজ আমিন টেলিভিশন প্রকাশিত হওয়ার পরে ১০/ মার্চ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে নড়াইল জেলা প্রশাসনের নেতৃত্বে লোহাগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দোকানদার কে জরিমানা করা হয়েছে।


এসময় সকল দোকানদার দের মুল্য তালিকা টানিয়ে মালামাল বিক্রি করার জন্য বলেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় নড়াইলের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ,এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইলের সহকারি পরিচালক মোঃশরিফুল ইসলাম এর পরিচালনায় বৃহস্পতিবারে লোহাগড়া বাজারে সয়াবিন তেল বেশি দামে বিক্রির করায় ৯ জন দোকানদার কে ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় সন্তুষ্ট প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা