মনির খান, স্টাফ রিপোর্টার: লোহাগড়া পৌরসভার সুযোগ্য মেয়রের উদ্যোগে ২৩ এপ্রিল শনিবার লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পট ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী,লৌহাগড়া কলেজ অধ্যাক্ষ মোঃ আব্দুর রহিম, লোহাগড়া থানা প্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন,উপজেলা আলী’গ সভাপতি মুন্সি আলাউদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম মুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, ওহিদুজ্জ্মান বাচ্চু, সাহাবুদ্দিইন সাবু, মানবিক সংগঠনের সভাপতি সৈয়দ খায়রুল আলম, কাজী খসরুজ্জাম লিটন, উপজেলা সেচ্ছাসেবলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক রোমান রায়হান, লোহাগড়া শ্রমিক লীগের সভাপতি মোঃ মোজাম খান সহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে আগত বঙ্গবন্ধু আদর্শের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করে সবাই একসাথে বসে ইফতার করার ব্যাবস্থা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।