এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ মনিরামপুরে কাঠ বোঝায় ট্রলির চাপায় আবু দাউদ(৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। সূত্রমতে জানাযায়, উপজেলার রাজগঞ্জ বাজারে দীর্ঘদিনের প্রসিদ্ধ মোবাইল মিস্ত্রি ছিলেন আবু দাউদ।

আজ(রবিবার) সকাল ১০:৩০ মিনিটের দিকে হানুযার- বাঁকড়া সড়কে নিকটবর্তী কোমলপুর বাজারে কাঠ বোঝাই ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।রাজগন্জ ফাড়ির পুলিশ ঘাতক ট্রলিকে আটক করেছে।

নিহত দাউদের বাড়ি ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।সে দীর্ঘদিন সুনামের সহিত রাজগঞ্জ বাজারে মোবাইল মিস্ত্রি র কাজ করতো। দাউদের একটি পুত্র সন্তান আছে । উল্লেখ্য কিছুদিন আগে দাউদের স্ত্রী শ্বশুরবাড়ি মনিরামপুরের হানুয়ারে বাথরুমে গোসল করার সময় ইলেকট্রিক শটে মারা যান।

 

 

কলমকথা/ বিথী