যশোরের কেশবপুর উপজেলার খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা সদস্য, খেলাঘর কোচিং সেন্টারের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ জহিরুল হক এঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (শনিবার) সকালে খেলাঘর কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই) সভাপতিত্ব করেন।

কেশবপুরে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিক্ষক জহিরুল হকের স্মরণ সভা
কেশবপুরে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিক্ষক জহিরুল হকের স্মরণ সভা

স্মরণ সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেশবপুর নাগরিক সসাজের সভাপতি এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষাবিদ, কবি, নাট্যকার ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হালিম, প্রধান শিক্ষক সুদেব দেবনাথ,

মৃত জহুরুল হকের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর মেজভাই মোঃ আব্দুল হামিদ, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কবি মোতাহার হুসাইন, কেশবপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ নেতা আলহাজ্জ আব্দুল করিম, কেশবপুর খেলাঘর আসরের সহ-সভাপতি ছড়াকার তাপস মজুমদার, কেশবপুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ওয়ার্ডের সভাপতি আকমল আলী, বাগদা মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল খালেক, প্রাক্তন শিক্ষক মনোজ কুমার হালদার।

আরোও পড়ুন:

খুলনায় বিএনপির গণসমাবেশ শুরু

খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক পরেশ দেবনাথ, অলিয়ার রহমান, সোহেল পারভেজ সহ উপজেলার বিভিন্ন খেলাঘর আসরের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা ইবনে সিনা কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ অক্টোবর দিবাগত রাতে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ বিভিন্ন গুণগ্রাহী রেখে গেছেন।