মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:  বাংলাদেশের ঢাকা ক্যান্টেমেন্ট ষ্টেশন থেকে ৮ জন যাত্রী নিয়ে ভারতের নিউজলপাইগুড়ির উদ্দোশ্যে ছেড়ে এসেছে ৩য় আন্ত: দেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস।
বৃহষ্পতিবার (২ জুন)বাংলাদেশ থেকে নির্ধারীত সময় রাত ৯টা ৫০ মিনিটে ভারতীয় ৫ ও বাংলাদেশী ৩ জনসহ মোট ৮ যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টেমেন্ট ষ্টেশন ছেড়ে আসেন ট্রেনটি।
ট্রেনটি ছেড়ে আসা ও যাত্রীর বিষয়টি নিশ্চিত করেন চিলাহাটী ষ্টেশন মাষ্টার রুহুল আমিন।
৮ জন যাত্রীর মধ্যে এসি বার্থ ১জন ও এসি চেয়ার ৭ জন ঢাকা থেকে বাংলাদেশী রেল ইঞ্জিন ১০টি কোচ নিয়ে ভোরে চিলাহাটী ষ্টেশনে পৌছে ৩০ মিনিট বিরতির পর ভারতীয় রেল ইঞ্জিন কোচগুলো নিয়ে ভারতের নিউজলপাইগুড়ি উদ্দোশ্যে চিলাহাটী ষ্টেশন ত্যাগ করবে।