ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২২ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোঃ সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির (হিরো), ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।

এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোঃ সায়েম বলেন, দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূরীকরণ করা সম্ভব, যারা বেকার এদিক সেদিক ঘোরাফেরা করেন তারা এগিয়ে আসেন আমি গবাদিপশু পাখি পালনে আপনাদের সহযোগিতা করব। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন।

দিনব্যাপী প্রদর্শনীতে মোট ৩০ টি স্টল অংশগ্রহণ করেন। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড় গরু, গাভি গরু, ছাগল, ভেড়া, কুকুর, হাঁস-মুরগি প্রদর্শন করা হয়।