ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনী প্রচারণার কাজে ও সংগঠনকে সুদৃঢ় করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর শহরের ভ‚ইয়া বাড়িতে অবস্থান করেছিলেন।
ঐতিহাসিক সেই বাড়িতে বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভবন মালিক আব্দুল জব্বার ভ‚ইয়ার পুত্র উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, আবু বকর সিদ্দিক দুলাল ভ‚ইয়ার উদ্যোগে জন্মবার্ষিকী অনুষ্ঠানে দোয়া, মিলাদ মাহফিল ও কেক কাটা হয়।
এসময় অন্যদের মধ্যে আব্দুল জব্বার ভ‚ইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও গণ আজাদী শিল্পী গুষ্ঠির ২০১৬ সালে ভাষা সৈনিক হিসেবে খেতাব প্রাপ্ত আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভ‚ইয়া সুমন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মৎসজীবী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।