![আত্মহত্যা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/-01-e1650966524477.jpg)
ফটোঃ কলম কথা
ফটোঃ কলম কথা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রহিমা খাতুন (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ঘরের আড়ার সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরকার বাড়ীতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ হাফিস উদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রহিমা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বুধবার রাত আনুমানিক ৩ টায় বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাসিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রহিমা খাতুন মনসিক ভারসম্যহীন ছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।