ডা. আজাদ খান, ব্যুরো চিফ ময়মনসিংহ: ১৭ জানুয়ারী বুধবার বিকাল ১৬.০০ ঘটিকা হতে ২০.০০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক এর সার্বিক তত্ববাধায়নে এবং পরিদর্শক মোঃ তারেক মাহমুদ এর নেতৃতে গঠিত রেইডিং টীম জামালপুরের মেলান্দহ  ধানাধীন পৌরসভার হাইস্কুল রোড হতে আসামী ফাহিম হাসান লাদেন(২৩) এর নিজ দখলীয় Chillox রেস্টুরেন্টে  মাদকবিরোধী অভিযান পরিচালনা করে McDowell’s নামীয় ৪৪(চুয়াল্লিশ) বোতল ভারতীয় বিলাতী মদসহ এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী-
১। ফাহিম হাসান লাদেন, পিতা-আবদুল হালিম, মাতা- ফেরদৌসী, সাং- গোবিন্দপুর নাংলা, থানা মেলান্দহ, জেলা – জামালপুর।
অপর আরো একটি অভিযানে একই উপজেলাধীন কাজাই কাটা গ্রামস্থ আসামী মোঃ নুর ইসলাম(৫৬) এর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ০১(এক) কেজি গাঁজাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামী
২। মোঃ নুর ইসলাম, পিতা মৃত- শাহাজাদা শেখ,
মাতা- মৃত ডালিম, সাং- কাজাই কাটা, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর।
 এ বিষয়ে পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন মাদক কারবারিদের নির্মূলে অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।