নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নেয় বনগ্রাম চৌরাস্তা বাজারে, প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

উক্ত প্রোগ্রামে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন,আব্দুল মোতালেব ভুঁইয়া,প্রধান অথিতি ছিলেন আজহারুল ইসলাম, সঞ্চালন করেন, আলহাজ্ব মো. আশরাফুল আলম গাজী, গুরুত্বপূর্ণ আলোচনা করেন,তারেক জামিল। উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রতন এবং সংগঠনের দায়িত্বে থাকা সদস্যদের অভিভাবকসহ এলাকার মুরব্বিগন। প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি আ. রউফ সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পরিচালক মো. নয়ন মিয়া, সিনিয়র সহ-সভাপতি নাঈম ইসলাম মোড়ল, সহ-সভাপতি রাজীব মিয়াসহ, উক্ত সংগঠনে দায়িত্বে থাকা সকলেই ভিডিও কলে উদ্বোধনী প্রোগ্রাম দেখেন। সংগঠনটি ঝড়ে পড়া শিক্ষার্থীদের দায়িত্ব পালন, সমাজের অসহায় মানুষের সেবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সেবা দিয়ে আসছে