জুনাঈদ আল হাবীব, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার প্রতিটি উপজেলায় সাধারণ অটোরিকশা চালকদের কাছ থেকে অবিল যেন না নেয়া হয় এই মর্মে জেলা প্রশাসকের কাছে বুধবার স্মারকলিপি দিয়েছে বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় অটোরিকশা চালকদের কাছ থেকে যে অবিল( চাঁদা) নেয়া হয় তা দিতে গিয়ে ড্রাইভারদের অনেক কষ্ট হয়। নেত্রকোনা থেকে বারহাট্টা ১৫ কিলোমিটার রাস্তায় ৫ জায়গায় অবিল দিতে হয়।
বারহাট্টা সমাজ কল্যান সংস্থা দাবী জানায় ক্ষমতাশীলদের কাছে শোষিতদের রক্ষার কথা বিবেচনা করে নেত্রকোনা জেলাকে অবিল মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য ।
স্মারকলিপি জমা দিয়ে নবাগত জেলা প্রশাসক মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।