জামালপুরে সারা (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুর পুর্বপাড়া আনোয়ার হেসেন আন্জু এর বাড়ী থেকে কিশোরীর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরী জামালপুর জেলার সদর থানার শ্রীরামপুর সানোয়ার হোসেন রিপনের একমাত্র মেয়ে।
নিহতের মা মেঘলা বেগম(৪৫) বলেন- আমি সকালে কিস্তি দিয়ে ১১ টার দিকে বাড়ী এসে মেয়েকে দেখতে না পেয়ে তার শুয়ার ঘরের জানালা দিয়ে দেখি ঝুঁলছে।ডাক চিৎকারের লোকজনএসে দরজার লক ভেঙ্গে ঘরে গিয়ে দেখি গলায় কাপড় পেচিয়ে বাশের ধর্নায় ঝুলছে।পরে নামিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
২ নং শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম আলম বলেন- আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে নিহতের ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য ওসি বরাবর আবেদন করে, আমি ঐ আবেদনে ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি প্রদানের জন্য সুপারিশ করেছি। জামালপুর মডেল থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান- আমি ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছিলাম। সন্ধ্যায় লাশ থানায় এনে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।