জামালপুর প্রতিনিধিঃ জেলা প্রশাসককে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রাণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দয়াময়ী মোড়ে জামালপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় ঘন্টাখানেক ব্যাপী মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)
মানববন্ধনে বক্তব্য রাখেন – আইইবি জামালপুর সাব সেন্টারের সহ-সভাপতি জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সায়েদুজ্জামান , পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম ফারুক আহম্মেদ ও সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলনে যে- প্রকৌশলী কাজের মূল্যায়ন করার জন্য মন্ত্রণালয়সহ স্ব স্ব সংস্থার মূল্যায়ন ও পরিবীক্ষণ দপ্তর রয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ কাজের মূল্যায়ন করতে গেলে কাজ বাস্তবায়নে সময়ক্ষেপন ও কর্মপরিবেশ নষ্ট হবে। জনপ্রশাসন মন্ত্রালয়ের আদেশ দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার না করা হলে কঠিন আন্দোলনের কথা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।