অদ্য মঙ্গলবার (২৪ মে) জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর দিঘুলী গ্রামের পুরুষ দলের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনেঃ জামালপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। সার্বিক সহযোগিতায়ঃ পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্প।
উঠান বৈঠকের আলোচনায় অংশগ্রহণ করেন- মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসূচী কর্মকর্তা সুখী জীবন, মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মোঃ খোরশেদ আলম, নির্বাহী পরিচালক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা, আদর্শ বটতলা, জামালপুর, মোঃ মাসুদ রানা, কো- ক্যাপ্টেন ক্লিন রিভার বাংলাদেশ, জহুরুল ইসলাম, জেলা সদস্য ক্লিন রিভার বাংলাদেশ, জামালপুর।
উক্ত উঠোন বৈঠকে আরো উপস্থিত ছিলেন আঃ রশিদ, প্রধান শিক্ষক, পশ্চিমপাড় দিঘুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মোতালেব, সাবেক ইউপি সদস্য ১নং ওয়ার্ড, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ সহ পরিবারের পুরুষ সদস্য গন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
উঠোন বৈঠকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব সেবার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রেরনের জন্য উদ্বুদ্ধ করা হয়।
এ ছাড়া প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।