জামালপুর প্রতিনিধি: আসন্ন ঈদকে সামনে রেখে জামালপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাগরণ সমাজ কল্যাণ নামে সংগঠন।
শনিবার দুপুরে পশ্চিম জাগরণ সমাজ কল্যাণ সংগঠণ এর অস্থায়ী কার্যালয়ে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রী বিতরন পূর্ব আলোচনায় জাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম রাজু এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন আ ‘লীগ এর সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারী।এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম ঝাউগড়া জামে মসজিদ সভাপতি মনোয়ার হোসেন, পশ্চিম ঝাউগড়া সমাজ সেবক সাইফুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, শহিদুল্লাহ, বুলবুল আহম্মেদ, যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, ৪নং ওয়ার্ডের মেম্বার হারুন অর রশীদ, সংরক্ষিত ৪/৫/৬ মহিলা মেম্বার লাকি খাতুন, সংবাদ পত্রিকা সাংবাদিক মোঃ ছামিউল ইসলাম, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, রিদয়, ফয়সাল আহাম্মেদ, মাসুদ, ছামিউল হক , জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর, শুকুর, তফিল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।