বকশীগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা প্রশাসন।
রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, আরএমও ডা. মোশারফ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, ববশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন প্রমুখ ।
এসময় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি’রা সরেজমিন মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং তারা পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।