মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার স্লোগান সামনে রেখে মেলান্দহ উপজেলা বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোলকোচা ইউপি চেয়ারম্যান মুমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও ইউপি সদস্য মামুনুর রশিদ এদ সঞ্চালনায় রবিবার (২৬ জুন) সকাল ১০ ঘটিকায় ফুলকোচা ইউনিয়ন পরিষদের হলরুমে জনসচেতনা সৃষ্টির লক্ষে মেলান্দহ থানা আয়োজনে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে বক্তারা বলেন- পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
বিট পুলিশিং কার্যক্রমে উপস্থিত ছিলেন -সিনিয়র সহকারী পুলিশ সুপার মেলান্দহ মাদারগন্জ সার্কেল অফিসার সজল কুমার সরকার, তদন্ত অফিসার কবির হোসেন, এসআই সুমন চন্দ্র সরকার,এ এস আই আল আমিন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।