জামালপুর শহরের নতুন বাইপাস শেখ হাসিনা মেডিকেল কলেজ রোডের খালপাড় এলাকাকে “বিজয়নগর” নামে নতুনভাবে নামকরণ করণ করা হয়েছে।
জামালপুরে মেলান্দহে স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যা
অদ্য বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে এলাকার নতুন নাম বিজয়নগর এলাকা নামে নামফলকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
এলাকার এমন সুন্দর নামটির প্রস্তাবকারী হলেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক খান মিলন এবং সমর্থনকারী হলেন জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা।
এ সময় এই নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যাপক ইজ্জত আলী খান, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আনিছুর রহমান মানিক, ফখরুজ্জামান আকন্দ লিটন, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পিপলু, বিশিষ্ট ঠিকাদার এস এম মোয়াজ্জেম হোসেন, শহিদুর রহমান খান শহীদ, জুলহাস উদ্দিন, আয়ুব খান ও শহর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফাহিমসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।