ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরে বিভিন্ন বাজার পরিদর্শন ও দুধের মান পরীক্ষা কাজ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার বাজার পরিদর্শনকালে বিভিন্ন এলাকার কৃষকদের বিক্রয়ের জন্য নিয়ে আসা দুধের গুণগতমান ল্যাক্টোমিটার দ্বারা পরীক্ষা করেন।
এসময় স্যানেটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার দুধ বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন সারাদিন রিক্সা চালিয়ে একজন এক পোয়া দুধ নিয়ে যাবে সেখানেও যদি দুধের জায়গায় পানি দেন তাহলে আপনাদের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়ালো চিন্তা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।