জুনাঈদ আকন্দ, নেত্রকোণা প্রতিনিধিঃ
মুছে যাক গ্লানি,
ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় পালন করা হয় অসাম্প্রদায়িক বাঙালি জাতির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ -১৪২৯’
উক্ত বৈশাখের সকল আয়োজনে জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো: আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনসহ বিভিন্ন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও নানা শ্রেণী-পেশার মানুষ সতস্ফুর্তভাবে অংশ নেয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।