মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি : সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে ভূমি অফিসের হল রুমে েক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন’র উপস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হাশেম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মৃনাল কান্তি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলার সকল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে “ভূমি সেবা সপ্তাহ-২০২২” উপলক্ষে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। উল্লেখ্য, আগামী ২২ মে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।