শেরপুরে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ মে) শেরপুর জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে সকাল ৮ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে শেরপুর জেলার পুলিশ সদস্যদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
প্যারেড পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ণ এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।
পুলিশ সুপার মহোদয়,প্যারেড পরিদর্শন অন্তে সন্তুষ্টি প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাম্মদ হান্নান মিয়া সহ সকল ইউনিটের ইউনিট ইনচার্জগণ এবং জেলার সকল ফাঁড়ি,তদন্তকেন্দ্র,ট্রাফিক,কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
উক্ত মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন, শেরপুর পুলিশ লাইন্সের ভারপ্রাপ্ত আরআই মোঃ নওশেদ আলী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।