শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-বয়রা পরানপুর মৌজার কানাশাখেলা-অষ্টমীতলা জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় যেসব জমির মালিকদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে সেই সব ক্ষতিগ্রস্থদের মাঝে ২য় পর্যায়ে ক্ষতিপূরণের চেক বিতরণ ও দখল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় শেরপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ক্ষতিগ্রস্থ এসব মানুষের হাতে ২য় পর্যায়ে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ফকির, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের কোষাধ্যক্ষ জাহিদুল খান সৌরভ, সদস্য মো. হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, সঞ্জিব চন্দ্র বিল্টু, সাংবাদিক সুলতান হোসাইন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ক্ষতিপূরণের চেক গ্রহীতারা।

ওই প্রকল্পের অনুকূলে অধিগ্রহণকৃত মোট জমির পরিমান ৪.৮০ একর, প্রকল্পের প্রাক্কলিত অর্থ ২৬,৯৭,৬৭,০৩০/- টাকা, প্রকল্পের মোট এওয়ার্ডির সংখ্যা ৩৪৫ জন। ১ম পর্যায়ে ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিতরণকৃত চেক সংখ্যা ৩৫টি (পরিবার সংখ্যা ৩১টি)। বিতরণকৃত চেকে অর্থের (ক্ষতিপূরণ বাবদ) পরিমাণ ৩,৭৩,৯৩,৭৩৯.২০ টাকা। ২য় পর্যায়ে ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিতরণকৃত চেক সংখ্যা ৩৭টি (পরিবার সংখ্যা ৩৭টি)। বিতরণকৃত চেকে অর্থের (ক্ষতিপূরণ বাবদ) পরিমাণ ৩,৯৫,৯৮,২৫৫.৩৩ টাকা।