সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন তৃতীয় লিঙ্গ মানুষ। ফরিদপুরের মধুখালী উপজেলাও দীর্ঘদিন ধরে বসবাস করছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সমাজ, পরিবার থেকে তারা বিচ্ছিন্ন।
তৃতীয় লিঙ্গের মানুষদের নিমন্ত্রণ করে আপ্যায়ন করে ব্যতিক্রম এক আয়োজন করেন মধুখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আবুল হোসেন মিয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা আবু সাঈদ মিয়া।
শুক্রবার দুপুরে তার নিজ বাসাভবনে তাদের একমাত্র পুত্র শোভন অনন্যের সন্তান আবু তাহের মিয়া সৃজন এর ৫ মাস পূর্তি উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রন করা হয়। ভোজ শেষে প্রত্যেককে একটি করে শাড়ি প্রদান করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টের পরিচালক দিলখুস আরা।
এ সময় মধুখালী উপজেলার তৃতীয় লিঙ্গের টিম লিডার রতœা হার্টের রোগে আক্রান্ত হয়ে তিনটি রিং স্থাপন করে হাসপাতালে ভর্তি থাকায় তার চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।