ইয়াছির আরাফাত,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে রহিমা সালাম স্কুল এন্ড কলেজ উদ্বোধন করলেন আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
 মঙ্গলবার ১৭ জানুয়ারী সকালে পৌর এলাকায় মালিবাগ (সীমারপাড়) রহিমা সালাম স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
 এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা,রহিমা সালাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।