রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল ও কলেজের গভর্ণিং বডির সভাপতি হলেন ওমর ফারুক। রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক হূমায়ন কবির স্বাক্ষরিত স্মারক মূলে ৬ মাস মেয়াদি এডহক গভর্ণিং বডির অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতি হিসেবে ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সভাপতি নির্বাচিত হন। পদাধিকার বলে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সদস্য সচিব থাকবেন। অভিভাবক সদস্য নির্বাচিত হন মোঃ বাবর আলী ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।