নওগাঁ ও জয়পুরহাটের সংযোগ এলাকা তিলকপুরে চলছে ঐতিহ্যবাহী গোপীনাথের ঘোড়া ও মহিষ মেলা। ৫১৩ বছরের ঐতিহ্য বহন করা মেলায় সাজ সাজ রব। নানা আকৃতির হরেক রঙের ঘোড়ার বেচাকেনা এ মেলার বিশেষ আকর্ষণ। দূর-দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসেন এখানে। আগামী ২ এপ্রিল মেলার শেষ দিন।
জমে উঠেছে ঐতিহ্যবাহী গোপীনাথের ঘোড়ার মেলা। বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে ওঠা এ মেলা শুরু হয় দোল পূর্ণিমার পরদিন। এ মেলার জন্য প্রতিবছর অপেক্ষায় থাকেন এলাকাবাসী।
৫১৩ বছরের ঐতিহ্য বহন করা গোপীনাথের এ মেলার বিশেষ আকর্ষণ ঘোড়া বেচাকেনা। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা ঘোড়া ক্রয় ও বিক্রয় করেন এখানে। মেলাকে ঘিরে আশপাশে বিরাজ করছে সাজ সাজ রব। নানা আকৃতির হরেক রঙের ঘোড়ার দেখা মেলে মেলায়। একেকটি ঘোড়ার দর আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।
এদিকে, ঘোড়া ছাড়াও মেলায় উঠেছে বৃহৎ আকারের কালো মহিষ। গত দুই বছর করোনায় মেলা না হলেও এবার ভালো বেচাকেনার আশা ব্যবসায়ীদের।
মেলাকে ঘিরে বসেছে রকমারি সব পণ্যের দোকান। দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন এখানে। শান্তিপূর্ণ মেলা পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান, চেয়ারম্যান গোপীনাথ পুর ও আহ্বায়ক মেলা কমিটি হাবিবুর রহমান।
গোপীনাথ মেলা ১৫০৯ খ্রিষ্টাব্দ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে। এবারে এ মেলা চলবে আগামী দোসরা এপ্রিল পর্যন্ত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।