আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ ফেব্রুয়ারি)সকাল ১০ টায় জয়গুননেসা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনু্ষ্ঠানিক ভাবে শুরু হয়।
আড়ানী পৌর আ’লীগের শাহীদুজ্জামান শাহীদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, সহ- সভাপতি আমজাদ হোসেন নবাব, সাইফুল ইসলাম দুলাল, জেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, মোস্তাফিজুর রহমান মানজাল, জেলা কোষাধ্যক্ষ আজিজুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, ক্রীয়া সম্পাদক মোস্তাক আহমেদ, নকিবুল ইসলাম নবাব সন্মানিত সদস্য, উপ- প্রচার সম্পাদক মাসুদ রানা, সন্মানিত সদস্য আক্কাছ আলী, রোখসানা মেহবুব চপলা, রোকুজ্জামান রিন্টু, তৌহিদ আল হাসান তুহিন।
আরও উপস্থিত ছিলেন,চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম,বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,আড়ানী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কার্তিক হালদার, আড়ানী ইনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এনামুল হক, অধ্যক্ষ সামরুল ইসলাম, সাংবাদিকসহ উপজেলা আ’লীগের, মহিলা আ’লীগ, যুবলীগ, যুবমহিলালীগ এর বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসেবে মূল্যমান বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
আড়ানী পৌর আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন সার্বিক সন্চালনায় ছিলেন, আঃ মতিন মতি।
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে মতামতের ভিত্তিতে পুরোনো কমিটির বিলুপ্ত ঘোষণা করে পুনরায় সভাপতি আঃ মতিন মতি ও, সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে, সম্মেলনে উপজেলা ও পৌর আ’লীগ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল ও শোভাযাত্রা করে এই অনুষ্ঠানে যোগ দেন।
সম্মেলনে প্রধান অতিথি সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ মানুষের আস্তা অর্জন করেছে। কর্মী নির্ভর দল, একটা সময় চারঘাট-বাঘায় নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের যে দুঃসময় ছিল, সেখান থেকে আজ আমরা প্রথম দলে পরিণত হয়েছি। আপনাদের আস্থা অর্জন করে, বিশ্বাস অর্জন করে, আপনাদের ঐক্যবদ্ধ করেছি। আপনাদের করজোরে অনুরোধ করব, অনেক আশ্বাস আসবে, অনেক নেতা আসবে কিন্তু কোনোভাবেই আপনারা আপনাদের নীতিকে এবং আওয়ামী লীগের নীতিকে বিসর্জন দেবেন না। আওয়ামী লীগ জনগণের দল। এই সরকারের সময় মানুষ অনেক ভাল আছে এবং যে পরিমাণ উন্নয়ন হয়েছে দেশে আর কোনো সরকারের সময় এতো বেশি উন্নয়ন হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।