রাজশাহী ব‍্যুরোঃ সত্য সংবাদ প্রকাশে প্রতিকুল পরিবেশ উপেক্ষা করে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ এবং পাঠকের দ্বারে দ্বারে প্রতিদিন হাজির হচ্ছে দৈনিক নাগরিক ভাবনা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাঘা রিপোটার্স ক্লাবে উপজেলা ও জেলা প্রতিনিধিসহ স্বজন সমাবেশের আয়োজনে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো, সাজ্জাদ হোসেন সাজু সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যে দেন পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ৩য় বর্ষে পদার্পণের জন্য।

বাঘা রিপোটার্স ক্লাবের সভাপতি মো,মহিদুল ইসলামের সভাপতিত্বে ও নাগরিক ভাবনা রাজশাহী জেলা প্রতিনিধি এবং বাঘা রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বাঘা থানার ওসি মো, সাজ্জাদ হোসেন সাজু বলেছেন, নাগরিক ভাবনা গণমানুষের কথা তুলে ধরেতে এই সাংবাদিকগন জীবনের সময় দিয়ে সংবাদ পরিবেশন করে পাঠকের হৃদয় জয় করেছেন। ২ বছর পার করে সফলতার সঙ্গে ৩য় বছরে পা রাখছেন। দৈনিক নাগরিক ভাবনা আগামীতে আরও সাহসী ভূমিকা থাকবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রভাষক রেজাউল করিম পলাশ বলেছেন, গঠনমূলক সমালোচনা, একনিষ্ঠ মনোভাব, স্বচ্ছতা, জবাবদিহিতা অক্ষুণ্ণ রেখে সমসাময়িক বিভিন্ন সমস্যা, ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনায় তুলে ধরে পত্রিকা নাগরিক ভাবনা। ২ বছর পার করে আজ ৩ বছরে পদার্পণ করেছে।

কেক কাটার পর প্রয়াত পিতা-মাতা আত্নীয় স্বজনের কবরের আযাব মাপ করে দােওয়া,সমাজ থেকে অনাচার, অনৈতিক কর্মকান্ড হতে আমাদের হেফাজত কামনা,শয়তান হতে নিজেদের সন্তান পরিবার সহ সকলের রক্ষায় ও নাগরিক ভাবনা পত্রিকার জন্যেও মহান আল্লাহর দরবারে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন দোয়া পরিচালনা করেন।

আয়োজিত নাগরিক ভাবনা পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বাঘা থানার পুলিশ অফিসার এসআই রউফ হোসেন,এসআই শারিয়ার আলম তপু(ডিএসবি) বাঘা উপজেলা যুব লীগের সভাপতি শাহিন আলম, শাহদৌলা সরকারী কলেজের প্রভাষক রেজাউল করিম পলাশ, প্রভাষক ইয়াসিন আরাফাত,প্রভাষক শরিফুল ইসলাম,খন্দকার শপিং কমপ্লেক্স এর সেন্টু ইসলাম,বাবুল ইসলাম,শুভ।

এ সময় উপস্থিত ছিলেন- বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, ,দপ্তর সম্পাদক সোহাগ রানা, কার্যকরী সদস্য শানাউল কবির শামীম,ডাক্তার কেএমএম মেয়র,আবুল হাশেম,রাসেদুল হক নয়ন,মাসুম ইসলাম,ইলিয়াস হোসেন,আব্দুল হক,নগর টিভি ক্যামেরাম্যান কামাল হোসেন প্রমুখ।