আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় আনুষ্ঠানিক ভাবে ঐতিহাসিক সুলতানপুর কেন্দ্রীয় গোরস্তানের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় উপজেলার সুলতানপুর গোরস্থান মাঠে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত অত্র এলাকার সাধারণ জনগনের মতামতের ভিত্তিতে সোলাইমান হোসেন কে সভাপতি এবং জুলফিকার আলীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন সম্পন্ন করা হয়।
গোরস্তানের কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি রোকনুজ্জান রিন্টু, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা। এছাড়াও গোরস্থান পরিচালনা পর্ষদ সহ গড়গড়ি ও দুড়দুড়িয়া ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।
সব শেষে আলহাজ্ব আব্দুস ছালাম পরিচালিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।