নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ– বগুড়ার নন্দীগ্রামে দিনব্যাপী পৌর এলাকার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন পৌরমেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান।
নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের গেট নির্মাণ কাজ, আরসিসি রাস্তা নির্মাণ কাজ, ওমরপুর হাট বাজার সংস্কার, রং করা ও সলিং রাস্তা নির্মাণ কাজ, বিভিন্ন রাস্তার মাথা উঁচু নিচু সমান্তরাল করন কাজ, ওমরপুর হাট বাজার সহ বিভিন্ন এলাকায় ড্রেন নির্মাণ কাজ, কালকাপুর প্রাইমারি স্কুলের রাস্তা সোলিং করন কাজ সহ ৯টি ওয়ার্ডে এক কোটি টাকার অধিক চলমান কাজ পরিদর্শন করেন তিনি। গত মঙ্গলবার পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে পরিদর্শনে বের হন পৌরমেয়র আনিছুর রহমান। পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সাথে মত-বিনিময় করেন তিনি।
মেয়র আনিছুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে পৌরসভার উন্নয়ন সহ পৌরবাসীর জীবন মান উন্নয়নে ১কোটির বেশি বাজেটের উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। পৌরবাসী যে আশা নিয়ে আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন তাদের সেই সপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।