মোঃ সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক একএেম গালিভ খান,পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব,নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু,
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোনায়ারা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন ও রুহুল আমীনসহ অন্যরা।
এ ছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশনে দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে সার্কিট হাউস চত্বরে গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।