সিরাজগঞ্জের তাড়াশে মাত্র দুদিনের ব্যবধানে বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। প্রকারভেদে ১৯০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। সরবরাহ কমার কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকালে উপজেলার রানীরহাট বাজার ঘুরে জানা যায়। গত হাটে সবজি বাজারে কাঁচা মরিচের দাম ছিলো ১৬০ টাকা। দুইদিন পর আজ তা বাজারে বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজিতে। কাঁচা মরিচের দাম বাড়ায় এ অঞ্চলের নিম্ন ও মধ্য আয়ের মানুষদের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।

উপজেলার পৌর বাসিন্দা লুৎফর রহমান বলেন, তাড়াশ বাজারে কাঁচা মরিচ কিনতে গিয়ে দাম বেশি হওয়ায় কিনতে পারেনি। পরে বিকল্প হিসেবে শুকনো মরিচ কিনেছে। মরিচের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিংয়ের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তিনি।

রানীরহাট বাজারে কাঁচা মরিচ কিনতে আসা লাউতা গ্রামের শফিকুল ইসলাম, কলামুলা গ্রামের ফরিদুল ইসলাম বলেন, রানীরহাট বাজারে কাঁচামরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তারপরও ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে মরিচ বিক্রি করছেন।

সবজি ব্যবসায়ী আসাদ আলী বলেন, বাজারে কাঁচামরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। এই মরিচ বগুড়া জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসছে। আমরা ১ হাজার টাকায় ১ ধারা (৫ কেজি) মরিচ ক্রয় করে ১ হাজার ২০০ টাকা বিক্রি করছি। আমদানি কম থাকায় মরিচের বাজার দর বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে যাবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, কোনো ব্যবসায়ী যদি বাজারে কাঁচামরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায়। তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।