নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মো: আয়ান নামে ১৪ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশু আয়ান বড়িয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।জানা গেছে, এদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিশু আয়ান বাড়ির খলিয়ানে খেলাধুলা করছিল। একসময় সবার অজান্তে খলিয়ানের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শিশু আয়ানকে পুকুরের পানিতে দেখতে পান পরিবারের লোকজন। এ সময় তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন।রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু আয়ানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।