নিরব কুমার দাস, জেলা প্রতিনিধি, নওগাঁঃ নওগাঁ জেলার বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার খ্যাত পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯শে মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় পাহাড়পুর বাজার তিনমাথা মোড়ে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নওগাঁ-৩ এর সাবেক সংসদ সদস্য ড.আকরাম হোসেন চৌধুরী, বদলগাছী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর,পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীযুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নওগাঁ জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন সেটা যেন ইতিহাস ঐতিহ্যে ঘেরা ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের পাশেই স্থাপন পরা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও সংগঠনের সদস্য, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের জনসাধারণ